বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:১৯ অপরাহ্ণ, ১৬ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী সরকার পতনের পর লুটপাট-তাণ্ডবের প্রতিবাদ করায় শাহিন খান নামে এক ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জুবায়ের বাহিনীর বিরুদ্ধে।
সোমবার দিনগত রাতে নগরীর মড়কখোলা পোল এলাকায় এ ঘটনা ঘটে। আহতকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শাহিন খান বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডে বাগিয়া গ্রামের মৃত্যু রসুল আলী খানের ছেলে ও মহানগর বিএনপির ২৯নং ওয়ার্ড বিএনপির নেতা হিসেবে পরিচিত।
অভিযুক্তরা হলেন, নগরীর বাঘিয়া এলাকার জুবায়ের হাওলাদার, জুয়েল শিকদার, রাসেল শিকদার, মোঃ শুভ, মোঃ জুম্মান সরদারসহ কয়েকজন।
ভূক্তভোগীর অভিযোগ, আওয়ামী লীগ সরকার পতনের পর সন্ত্রাসী জুবায়ের বাহিনী অনেক মানুষের ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট ও তান্ডব চালায়। তাতে শাহিন খান বাধা দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।
এরপর থেকে জুবায়ের বাহিনী শাহিন খানের গতিবিধি নজরদারীতে রাখে। ১৫ অক্টোবর রাতে সবজি কিনতে গেলে মড়ক খোলার পোলে ওৎপেতে থাকা জুবায়েরের সন্ত্রাসী বাহিনী শাহিন খানের উপর হামলা চালায়।
এসময় জুবায়ের হাওলাদারের হাতে থাকা রামদা দিয়ে শাহিন খানের মাথার উপর কোপ দেন। তাতে শাহিন খান রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকেন। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শাহিন খান পুরুষ সাজারী ৫ম তলায় ১৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে আহত শাহিন।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।