বরিশাল: সাংবাদিকতার স্বাধীনতা চাই এই শ্লোগান নিয়ে বরিশালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হয়েছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মঙ্গলবার সকাল সোয়া ১০টায় অশ্বিনী কুমার হল চত্বর থেকে র্যালী বের হয়ে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভাস্থলে মিলিত হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিচুর রহমান খান স্বপন সভাপতির বক্তব্যে বলেন, পেশাটি চ্যালেঞ্জিং যেনেও আমরা কাজ করে যাচ্ছি। আর যখনই কোন প্রতিবেদনে ক্ষমতাধর কোন ব্যাক্তি বা গোষ্ঠির অনিয়ম তুলে ধরা হয় তখনি হামলা মামলা করা হয়।
তাই আমরা চাই স্বাধীন সাংবাদিকতা। যার মধ্য দিয়ে উপকৃত হবে সমাজ তথা রাষ্ট্র। এখানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ডেইলিষ্টার প্রতিনিধি সুশান্ত ঘোষ প্রমূখ।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর