৫৯ মিনিট আগের আপডেট রাত ৯:৩০ ; বুধবার ; মার্চ ২৯, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালে কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাদের বিএনপি কার্যালয়ে তালা

বরিশালটাইমস, ডেস্ক
৮:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

বরিশালে কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাদের বিএনপি কার্যালয়ে তালা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সদ্য গঠিত বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন পদবঞ্চিত নেতারা। শনিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। অনৈতিক সুবিধা নিয়ে এবং অগঠনতান্ত্রিকভাবে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।

পরে দুপুর ১টায় একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিত নেতা ও তাদের কর্মী-সমর্থকরা। মিছিল শেষে অশ্বিনী কুমার হলসংলগ্ন জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন।

শনিবার দুপুর ১২টায় বিআরইউতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সদ্যঘোষিত সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য জিয়াউল ইসলাম সাবু।

সংবাদ সম্মেলনে জিয়াউল ইসলাম সাবু বলেন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু এবং সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল কোনো রকম আলাপ-আলোচনা ছাড়াই সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেন।

কমিটি বিলুপ্ত করার আগে সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চুর সঙ্গে কোনো আলোচনা করেননি। এমনকি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনসহ অন্য নেতাদের অনুরোধ ও পরামর্শ উপেক্ষা করে সদর উপজেলার কমিটি বিলুপ্ত করেন।

পরে কাজী এনায়েত হোসেন বাচ্চু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বরাবর লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগ পেয়ে আবদুল আউয়াল মিন্টু সাংগঠনিক টিমের পরামর্শক্রমে বরিশাল সদর উপজেলার কমিটি গঠনের লিখিত নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে গত বৃহস্পতিবার রাতে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু তার ফেসবুক আইডিতে বরিশাল সদর উপজেলা বিএনপির ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জিয়াউল ইসলাম সাবু অভিযোগ করেন, জামায়াত থেকে বহিস্কৃত বিতর্কিত নেতা নুরুল আমিনকে ঘোষিত সদর উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিমও নানা কারণে বিতর্কিত। অভিযোগ করা হয়, নুরুল আমিনকে রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করা হলে ওই ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯২ নেতাকর্মী পদত্যাগ করেছিলেন।

এ ছাড়া চরমোনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম রাঢ়ীকে বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। অথচ বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সালাম রাঢ়ী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মাস্টারের প্রধান নির্বাচন সমন্বয়কারী। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে কমিটি বাতিল করা না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। ঘোষিত কমিটির নেতাদের শহরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মন্টু খান, সদস্য মামুন-অর রশিদ, আনোয়ার হোসেন, আবদুল জব্বার সিকদার প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে পদবঞ্চিত নেতারা তাদের কর্মী-সমর্থক নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল শেষে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টুকে বিকেল সাড়ে ৫টায় মোবাইলে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি মিটিংয়ে আছি, পরে কথা বলব।’

বরিশালের খবর, বিভাগের খবর

আপনার মমত লিখুন :

 

ই বিাের াও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, পুলিশ সদস্য জেলে  ঝালকাঠিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে!  ‘আপা’ বলতেই ক্ষেপে গেলেন চিকিৎসক!  ব্রয়লার ২২০ টাকা: বেড়েছে সোনালি-লেয়ার মুরগির দাম  সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান  প্রথম আলোর সেই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা  সুরা ইখলাস অর্থসহ উচ্চারণ এবং বিশেষ মর্যাদা ও ফজিলত  বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বসতঘর ভাঙচুর