নিজস্ব প্রতিবেদক, আগৈলঝাড়া :: করোনার প্রভাব বিস্তার রোধে সরকারি নির্দেশে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর দোকান ভাড়াটিয়াদের ঘর ভাড়া মওকুফের ঘোষণা দিলেন বরিশালের আগৈলঝাড়ার রাসেল মিয়া।
রাসেল মিয়া বলেন, করোনা এখন আন্তর্জাতিক দুর্যোগ। জাতীয়ভাবে করোনা দুর্যোগ মোকাবেলায় সকলকেই এগিয়ে আসা উচিৎ। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আর্থিক ক্ষতির সন্মুখীন হবেন ব্যসায়িরা। তাছাড়া ওই সকল ব্যবসায়িদের নিজেদের, পরিবার সদস্য ও প্রতিবেশীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমার মালিকানাধীন সকল দোকানের মার্চ মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছি।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রয়োজনে ভাড়া মওকুফের মাস আরও বাড়াবেন তিনি।
দোকানের ভাড়াটিয়া সাহাদাৎ দাড়িয়া জানান, ঘর মালিক রাসেল মিয়ার মহানুভবতায় তারা সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞাতা প্রকাশ করেন। পাশপাশি রাসেল মিয়ার মতো ঘর মালিককে ভাড়া মওকুফের আহ্বান জানান তিনি।
বরিশালের খবর, বিভাগের খবর