সাইদুল ইসলাম :: বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক যখন তুঙ্গে তখন মানুষকে সচেতন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে মাঠে নেমেছে আনসার সদস্যরা। মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সম্মানিত জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলীর নির্দেশনায় দলনেতা ও দলনেত্রীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরন করছেন আয়শা সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা ও এ কে এম ইদ্রিস আলী আকন, উপজেলা প্রশিক্ষক, সদর, বরিশাল। পাশাপাশি দলনেতা ও দলনেত্রীর মাধ্যমে উপজেলায় বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন। এ সময় তারা ব্যবসায়ী, দিনমজুর, গাড়ির ড্রাইভারসহ পথচারীদের হাতে এসব লিফলেট তুলে দেন । আনসার ও ভিডিপি সদস্যরা জনগণকে আতঙ্কিত না হয়ে নিয়মিত হাত-মুখ ও পা ধোয়া, বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ বিদেশ ফেরত প্রবাসিদের হোম কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দেন।
এ বিষয়ে বরিশাল জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী বরিশালটাইমসকে জানান, সারা বিশ্বে করোনা আতঙ্কে মানুষ ভুগছে। এক দেশ থেকে অন্য দেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। মানুষ যাতে এই আতঙ্ক এবং করোনা প্রতিরোধ সম্পর্কে বুঝতে পারে তার জন্য আমরা সচেতনতা গড়ে তোলার লক্ষে এই লিফলেট বিতরণ করছি। সাথে সাথে মানুষকে সাহস ও যোগাচ্ছি আমাদের বাহিনীর সদস্য গন উপজেলা প্রশাসনকে দেশে ফেরৎ প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন পালনের কার্যক্রম সফল করতে সহযোগীতা করে যাচ্ছে।
বরিশালের খবর, বিভাগের খবর