আকতার হোসেন খোকা:: বরিশালে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ভাইরাস রোধে করণীয় কী বাতলে দেওয়ার পাশাপাশি র্যাব সদস্যরা কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করে। সোমবার বিকেলে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এলিট ফোর্স খাদ্যসমাগ্রী বিতরণ করেছে। সন্ধ্যায় র্যাবের পক্ষে এই ইমেল বার্তায় এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করা হয়েছে।
র্যাব সূত্র জানায়- বরিশাল অফিসের উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামুলক প্রচার-প্রচারণাসহ সামাজিক দুরত্ব বজায় রাখার ক্ষেত্রে বৃত্ত অংক করে র্যাবব সদস্যরা। সেই সাথে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বাড়ির বাইরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার, হ্যান্ড গ্লাভস ব্যবহার, নিয়মিত সঠিকভাবে হাত ধৌতকরণসহ উপাত বাতলে দেওয়া হয়। শেষে শহরের বিশেষ কিছু এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এই প্রচারভিযানে র্যাবে মেডিকেল অফিসার মেজর মো. খালেদ মাহমুদ, ল-অফিসার এএসপি মো. ইফতেখারুজ্জামান এবং অপস্ অফিসার এএসপি মুকুর চাকমাও অংশ নেন।
এছাড়াও র্যাব-৮ এর অধীনে সকল জেলায় নিয়মিত রোবাস্ট পেট্রোলিংয়ের মাধ্যমে জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে টহল বিদ্যমান রয়েছে নিশ্চিত মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম বরিশালটাইমসকে মুঠোফোনে জানান, জনসাধারণকে সচেতন করার পাশাপাশি বেশকিছু কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন। করোনা সংকট দূর না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে, যা পর্যায়ক্রমে তাদের আওতাধীন বিভিন্ন জেলাগুলোতেও চালিয়ে যাওয়া হবে।’
শিরোনামবরিশালের খবর