বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৩৭ অপরাহ্ণ, ০৬ জুন ২০১৬
বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় নদী থেকে মিঠু খান (১৮) নামে এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১০ টার দিকে উপজেলার নন্দী বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মিঠু উপজেলার চরকালেখা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোনায়েম খানের ছেলে এবং স্থানীয় চরকালে খান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।
পুলিশ জানায়- কলেজছাত্র মিঠুন দুইদিন আগে গত শনিবার বাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। সোমবার স্থানীয়রা তার লাশ নদীতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরবর্তীতের পুলিশ গিয়ে কলেজছাত্রের গলাকাটা লাশটি উদ্ধার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. মতিউর রহমান বরিশালটাইমসকে জানান, কলেজছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকান্ড। এ ঘটনায় কলেজছাত্রের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’