১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে কলেজছাত্রের লাশ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৮ অপরাহ্ণ, ০১ অক্টোবর ২০১৬

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় একটি খাল থেকে শুভ মণ্ডল (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এরআগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুভ উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গঙ্গামনি গ্রামের অনিল মণ্ডলের ছেলে। তিনি বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, শুক্রবার দুপুরে থেকে শুভ নিখোঁজ হন। পরে স্থানীয়রা রাতে বাড়ির পাশের একটি খালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়। বিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন