বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম বাপ্পিকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গত শনিবার গভীর রাতে ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. অলিউল ইসলামের দায়ের করা মামলায় বাপ্পিকে অভিযুক্ত করা হয়।
একই মামলায় বাপ্পির আর তিন সহযোগীকেও গ্রেফতার দেখানো হয়- ছাত্রলীগ কর্মী- রুবেল বেপারী, এইচ এন হাসিবুল ইসলাম ও আ. ন. ম হাফিজ।
এই মামলার তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে- গত বৃহস্পতিবার বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ সচিন কুমার রায়ের সঙ্গে অসদাচরণ করেছেন। এবং অধ্যক্ষর কাছে চাঁদা দাবি করে তাকে শাসান ও অকথ্য ভাষায় গালাগাল দেন।’’
রোববার বেলা ১২টার দিকে বিষয়টি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আতাউর রহমান বরিশালটাইসমকে নিশ্চিত করেছেন।”
শিরোনামবরিশালের খবর