বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামে পুকুর খননের সময় প্রায় তিন কেজি ওজনের কষ্টি পাথরের একটি
মূর্তি পাওয়া গেছে।
কয়েকদিন আগে মূর্তিটি পাওয়া গেলেও বাড়ির লোকজন বিষয়টি গোপন করে এটি লুকিয়ে রাখে। পরে খবর পেয়ে রোববার সন্ধ্যায় মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে বাড়ির পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া গেলেও আ. কাদের খানের পরিবার বিষয়টি গোপন করে মূর্তিটি লুকিয়ে রাখে। কিন্তু এ খবর জানাজানি হলে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ রোববার সন্ধ্যায় কাদের খানের বাড়িতে গিয়ে মূর্তিটি উদ্ধার করে।
সোমবার দুপুরে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বরিশালটাইমসকে জানান, ওই গ্রামের আ. কাদের হাওলাদারের বাড়িতে মূর্তিটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
মূর্তিটির ওজন ২ কেজি ৮০০ গ্রাম। মূর্তিটি বরিশাল জাদুঘরে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর