৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

বরিশালে কালবৈশাখীর তান্ডব, ৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন নগরী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ০৬ এপ্রিল ২০১৭

আকস্মিক কালবৈশাখীর তান্ডবে বরিশাল নগরীতে ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। অন্তত ৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো পুরো নগরী। শহরের বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে বিশালাকারের গাছ ও বৈদ্যতিক লাইট পোস্ট।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ কালবৈশাখীল তান্ডব শুরু হয়। চলে একটানা রাত সোয়া সাতটা পর্যন্ত। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস বাবুল জানিয়েছেন- ওই সময়ে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তাছাড়া ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিলো ৫৬ কিলোমিটার।

যে কারণে শহরের বিভিন্ন এলাকায় বড় বড় গাছ ভেঙে বা উপড়ে পড়েছে। ওই সময় নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিলো। সেই সাথে সমুদ্র বন্দরগুলো ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

খোঁজ-খবর নিয়ে জানা যায়- ঝড়ে উত্তর আমানতগঞ্জ এলাকায় মোফাজ্জেল স্কুলের সম্মুখে একটি বিশালাকারের আম গাছ উপড়ে পড়ে। একই স্থানে তিনটি বৈদ্যতিক লাইট পোস্টও ভেঙে পড়ে।

ফলে ওই এলাকায় ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। পরবর্তীতে বিদ্যুত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের চেষ্টা রাত ১১টার দিকে স্বাভাবিক হয়। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় বড় বড় গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। যে কারণে সেইসব এলাকায়ও বিদ্যুত সংযোগ বন্ধে থাকে।”

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন