বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ০৬ এপ্রিল ২০১৭
আকস্মিক কালবৈশাখীর তান্ডবে বরিশাল নগরীতে ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। অন্তত ৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো পুরো নগরী। শহরের বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে বিশালাকারের গাছ ও বৈদ্যতিক লাইট পোস্ট।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ কালবৈশাখীল তান্ডব শুরু হয়। চলে একটানা রাত সোয়া সাতটা পর্যন্ত। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস বাবুল জানিয়েছেন- ওই সময়ে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তাছাড়া ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিলো ৫৬ কিলোমিটার।
যে কারণে শহরের বিভিন্ন এলাকায় বড় বড় গাছ ভেঙে বা উপড়ে পড়েছে। ওই সময় নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিলো। সেই সাথে সমুদ্র বন্দরগুলো ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়।
খোঁজ-খবর নিয়ে জানা যায়- ঝড়ে উত্তর আমানতগঞ্জ এলাকায় মোফাজ্জেল স্কুলের সম্মুখে একটি বিশালাকারের আম গাছ উপড়ে পড়ে। একই স্থানে তিনটি বৈদ্যতিক লাইট পোস্টও ভেঙে পড়ে।
ফলে ওই এলাকায় ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। পরবর্তীতে বিদ্যুত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের চেষ্টা রাত ১১টার দিকে স্বাভাবিক হয়। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় বড় বড় গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। যে কারণে সেইসব এলাকায়ও বিদ্যুত সংযোগ বন্ধে থাকে।”