৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

বরিশালে কিশোরের আত্মহত্যা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৯ অপরাহ্ণ, ০৯ সেপ্টেম্বর ২০১৬

বরিশাল: বরিশাল নগরীর পলাশপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ হোসেন নামে এক দিনমজুর কিশোর আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কিশোর মোহাম্মদ হোসেন কাউনিয়া থানার বিসিসির ৫নং ওয়ার্ডের পলাশপুর ৩ নং গলির শহীদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং মৃত স্বজন শেখের ছেলে।

মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক পবিত্র কুমার বরিশালটাইমসকে জানান, রাতে হোসেন তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মায়ের সঙ্গে ঝগড়া করে সে আত্মহত্যা করেছে বলে পরিবার জানিয়েছে। তবে এর পেছনে অন্য কোন রহস্য আছে কীনা তা তদন্ত করে বের করা হবে।

এ ঘটনায় কাউনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন