বরিশালে সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্র’র (থ্রি-হুইলার) ৫ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল শহরের লাকুটিয়া নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন লাকুটিয়া এলাকার আলামিন (১৯), মতিউর রহমান (৫০), বরিশাল নগরের ফিরোজা (৩০), তানজিল (১৩) ও লাউজু (৩০)।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বরিশালটাইমসকে জানান, দুর্ঘটনার সময় মাহিন্দ্রটি একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খায়।
শিরোনামবরিশালের খবর