বরিশালের বাকেরগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পুলিশের হাতে আটক সেই কেন্দ্র সচিবসহ ৫ শিক্ষককে ৩ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। বুধবার বরিশালের সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ ওই ৫ মাদরাসার বিরুদ্ধে এ রিমান্ড আবেদন মঞ্জুর করে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পরিদর্শক মো. জহিরুল ইসলাম ওই আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে ৭ দিন করে রিমান্ড আবেদন করেছিল।
অভিযুক্তরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার ইসলামীয়া মাদরাসার কেন্দ্র সচিব মো. বশির উদ্দিন মাদরাসার শিক্ষক মো. মেহেদী হাসান, মো. আবু হানিফ, মো. জসিম উদ্দিন ও মো. নুরুজ্জামান।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি অভিযুক্ত ওই মাদরাসার ৫ শিক্ষক বাকেরগঞ্জ থানাধীন এম রহমান সড়কের মুনসী এলাকার মো. মোস্তাফিজুর রহমানের ভাড়াটিয়া বাসায় বসে দাখিল পরীক্ষার পদার্থ বিজ্ঞান ও ইসলামের ইতিহাসের নৈবর্ত্তিক ও লিখিত পরীক্ষার ৪ টি প্রশ্নপত্রের উত্তর তৈরি করতে ছিল।
এ সময় বাকেরগঞ্জ থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের কে আটক করে। এ ঘটনায় ওই দিনই বাকেরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক তুষার কুমার মন্ডল বাদী হয়ে ওই ৫ শিক্ষকসহ ১১ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন।’’
বরিশালের খবর