বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ০৮ নভেম্বর ২০১৭
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৪০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে কোষ্টগার্ড।
মঙ্গলবার (৭ নভেম্বর) দিনগত গভীর রাতে ঢাকাগামী বেশ কয়েকটি লঞ্চে তল্লাশি চালিয়ে ওই জাটকাগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দক্ষিণ জোন কোস্টগার্ডের বরিশাল স্টেশনের পেটি অফিসার মো. সাইদুর রহমান বরিশালটাইমসকে জানিয়েছেন- বুধবার (৮ নভেম্বর) সকালে জেলা মৎস অফিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার জাটকাগুলো এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।’’