বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (০৪ নভেম্বর) সকালে কোস্টগার্ড (দক্ষিণ জোন) বরিশাল স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করে।
কোস্টগার্ডের পেটি অফিসার মো. সাইদুর রহমান বরিশালটাইমসকে জানান, ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা (৯ ইঞ্চির কম) আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে বরিশালের কীর্তনখোলার তালতলী নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ও বরিশালের সিনিয়র মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উদ্ধার জাটকা বিতরণ করা হয়।’’
শিরোনামবরিশালের খবর