বরিশাল নগরীতে ক্ষুদ্র মৎস্যজীবীদের প্রতিবাদী মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: জেলেদের খাদ্যসহায়তা বিতরণে অনিয়ম ও মাঝিদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষুদ্র মৎস্যজীবী জেলেরা।
আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন করে জেলেরা। সংগঠনের জেলা কমিটির সভাপতি শাহজাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসরাইল পণ্ডিত এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার প্রমুখ।
এ সময় বক্তারা বরিশাল সদর উপজেলার কালাবদর নদীতে নৌ-পুলিশ কর্তৃক জেলেদের নৌকা ও জাল আটকের প্রতিবাদ জানায়। মানববন্ধন শেষে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে ক্ষুদ্র মৎস্যজীবীরা।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।’
বরিশালের খবর, বিভাগের খবর