বরিশালে গণসমাবেশ উপলক্ষে বিএনপির প্রচার কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল বিভাগীয় শহরে গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ৫ নভেম্বরের ওই সমাবেশ সফল ও স্বার্থক করার লক্ষে পূর্বপ্রস্তুতিস্বরুপ প্রচার-প্রচারণায় একটি কমিটিও গঠন করেছে। রোববার শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে সভা করে কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চেয়ারম্যান সেলিমা রহমান।
এই কমিটিতে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে আহ্বায়ক ও বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবিরকে সদস্যসচিব এবং কেন্দ্রীয় বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রনকুল ইসলাম টিপুকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খানকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
এছাড়া নয় সদস্য বিশিষ্ট এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে- পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব কুট্টি সরকার, বরিশাল বিএনপি নেতা অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, সদস্যসচিব বরিশাল জেলা বিএনপি (উত্তর) মিজানুর রহমান মুকুল এবং বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব তারিকুজ্জান টিটুকে।
সভায় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, যুগ্ম মহাসচিব হাবিউন নবী খান হোসেন এবং বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
দলটির একাধিক নেতা জানিয়েছেন- আগামী ৫ নভেম্ববরের গণসমাবেশ সফল ও স্বার্থক করার লক্ষে এই কমিটি কাজ করতে কেন্দ্রীয় নেতারা বিশেষ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। বিশেষ করে প্রচারণার ক্ষেত্রে যেন ঘাটতি না থাকে সেই বিষয়টিও খেয়াল রাখতে বলা হয়েছে।
একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে- ৫ নভেম্বরের ওই সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বরিশালের খবর, বিভাগের খবর