বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর শুরু হওয়ায় এসএসসি পরীক্ষায় রোববার গণিত বিষয়ে ১১ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া এ পরীক্ষায় ৪৩১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে বহিস্কার ও অনুপস্থিতির সংখ্যা মিয়েলে অন্য দিনের তুলনায় সবচেয়ে বেশি। বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের এ তথ্য অনেক অভিভাবককে বিস্মিত করেছে।
ওয়েব সাইটে দেখা গেছে- পরীক্ষার পঞ্চম দিনে গণিত বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে লালমোহন কেন্দ্রে তিনজন, বরগুনার পরিরখাল কেন্দ্রে দুইজন এবং আমুয়া, উজিরপুর, বাংলাবাজার, দৌলতখান, উলানিয়া হাট ও পালরদি কেন্দ্রে একজন করে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এছাড়া অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বরিশালে ১৫৩ জন, ঝালকাঠীতে ৪৩, পিরোজপুরে ৪৭, পটুয়াখালীতে ৭০, বরগুনায় ৬১ এবং ভোলায় ৫৭ জন পরীক্ষার্থী রয়েছেন। শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- ২ ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২৯৪ জন, বাংলা দ্বিতীয় পত্রে বহিস্কার ৭ এবং অনুপস্থিত ছিলো ৩০৯ জন, ইংরেজী প্রথম পত্রে ৫ পরীক্ষার্থীকে বহিস্কার ও অনুপস্থিত ছিলো ২৯১ জন এবং ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষায় ৭ জনকে বহিস্কার ও অনুপস্থিত ছিলো ২৯৫ জন পরীক্ষার্থী।
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরিশালের খবর