বরিশাল নগরীর সাগরদী এলাকায় ব্যটারিচালিত অটোরিকশা ও মাহেন্দ্রা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি যানের ৪ যাত্রী আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ মার্চ) গভীর রাত ২ টার দিকে শহরের সাগরদী ব্রিজের ঢালে।
এদিকে এই সংঘর্ষের কারণে দুটি গাড়ি সড়কের ওপরে পড়ে প্রায় ঘণ্টাখানেক ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- মাহেন্দ্রাটি ৩ যাত্রী নিয়ে রুপাতলীর দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটির চালকসহ ৪জন আহত হন।
তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের শরীরের একাধিক স্থান গ্লাসের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে।
বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বরিশালটাইমসকে জানিয়েছেন- ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তিনি যাওয়ার আগেই স্থানীয়রা যান দুটি সরিয়ে সড়কের পাশে রেখেছেন।’
শিরোনামOther