বরিশাল নগরীতে সাথী আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত সাথী আক্তার নগরীর স্টেডিয়াম কলোনীর বাসিন্দা শাহজাদার মেয়ে ও জাগুয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়- গত পাঁচমাস পূর্বে সাথী পালিয়ে আরিফ নামে এক যুবকে বিয়ে করেন। পরে তিনি তার বাবার বাড়ি চলে আসলেও আরিফকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া হতো না।
এ বিষয় নিয়ে ছোট বোন সুখীর সঙ্গে সাথীর শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে ঝগড়া হয়। পরে সবার অজান্তে সাথী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম সাংবাদিকদের জানান- ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বরিশালের খবর