নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর বেলতলা এলাকায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিজঘরে ফাহিমা আক্তার (১৫) নামের ওই স্কুলছাত্রী রোববার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে স্বজনেরা তাকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সূত্রে জানা গেছে- স্থানীয় বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ফাহিমার সাথে স্থানীয় এক যুবকের প্রেম সম্পর্ক ছিল। এই বিষয়টি স্বজনেরা জানতে পেরে তাকে রোববার রাগারাগি করলে সে অভিমানে গলায় ফাঁস দেয়।
পরিবারের বরাত দিয়ে সংশ্লিষ্ট কোতয়ালি থানা পুলিশ জানায়- ঘটনার দিন সকালে স্বজনেরা বকাবকি করলে কিশোরী স্কুলছাত্রী বেলতলা খেয়াঘাট এলাকার নিজঘরের শয়নকক্ষে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। স্বজনেরা অর্ধমৃত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু ঘটে। জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ফাহিমা ওই এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম হাওলাদারের মেয়ে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, যুতটুকু জেনেছি, তাতে মেয়েটি পরিবারের সাথে অভিযানে করে গলায় ফাঁস দিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা গ্রহণ ও মরদেহের ময়নাতদন্ত করার পক্রিয়া চলছে।’
বরিশালের খবর, বিভাগের খবর