বরিশালে গাঁজার বিশাল চালানসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা এবং ১৬ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন বিভাগীয় পাসপোর্ট অফিসের সম্মুখ সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এই সময় তাদের এক সহযোগী মামুন হাওলাদার (৩৪) পালিয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসাইন বলেন, বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে একটি বাজারের ব্যাগ ও ট্রাভেল ব্যাগ নিয়ে লক্ষীপুরের রামগঞ্জ থানার কাওয়ালীডাঙ্গা এলাকার ফয়সাল আহম্মেদ (২০) এবং মাইনউদ্দিন (১৯) অপেক্ষা করছিলেন। ওই স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার পরবর্তী ১৮ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেনডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের সাথে থাকা মামুন হাওলাদার নামে এক যুবক পালিয়ে যায়। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাটে।
এই ঘটনায় সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা পরবর্তী গ্রেপ্তার দুজনকে সোপর্দ করা হয়েছে, জানান, সংস্থাটির সহকারি পরিচালক এনায়েত হোসেন।
শিরোনামবরিশালের খবর