২ মিনিট আগের আপডেট সন্ধ্যা ৭:৪ ; শুক্রবার ; মার্চ ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালে গাঁজাসহ আটক ২ তরুণকে ছাড়াতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশালটাইমস, ডেস্ক
৮:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

বরিশালে গাঁজাসহ আটক ২ তরুণকে ছাড়াতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় গাঁজাসহ আটক দুই তরুণকে থানায় নেওয়ার সময় এক ছাত্রলীগ নেতার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। পরে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্যদের সহায়তায় পুলিশ ওই ছাত্রনেতাসহ তিনজকে আটক করেছে।

সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হিজলা উপজেলার কাউরিয়া বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন—গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারের খাবার হোটেল ব্যবসায়ী হাসেম শেখের ছেলে রাব্বি (২০), একই এলাকার শহীদ হাওলাদারের ছেলে রাব্বি (২১) ও কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুম (২৫)।

যদিও উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান শান্ত জানিয়েছেন, কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজে কোনো কমিটি দেওয়া হয়নি। কেউ যদি নিজেকে ছাত্রলীগ নেতা বা সভাপতি দাবি করে সেটা কথিত ছাড়া অন্য কিছুই নয়।

অভিযানকারী হিজলা থানার এসআই মো. বেল্লাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোটরসাইকেলের সিটে কৌশলে গাঁজা নিয়ে দুই তরুণ কাউরিয়া বাজারের উদ্দেশে রওনা দিয়েছে।

এ সংবাদের ভিত্তিতে কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করা হয়। তখন কলেজের ভেতর থেকে মাসুম নামে এক যুবক এসে নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে ওই দুই তরুণকে আটক করতে বাধা দেন।

এক পর্যায়ে তিনি কলেজের শিক্ষার্থীদের ডেকে এনে গাঁজাসহ আটক দুজনকে ছাড়িয়ে নিতে টানা-হেঁচড়া শুরু করেন। পরে দুই ইউপি সদস্যের সহায়তায় তাদের গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে নেওয়া হয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ আসার পর ওই ছাত্রনেতাসহ তিনজনকে আটক করা হয়েছে।

গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য কালাম বেপারী বলেন, পুলিশ দুই জনকে গাঁজাসহ আটক করেছে। তাদের নির্দোষ দাবি করে মাসুম নামে এক যুবক তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন।

তখন তাদের সবাইকে পরিষদ ভবনে নিয়ে যাওয়া হয়। পরে থানা থেকে অতিরিক্ত ফোর্স এনে তাদের আটক করা হয়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা জানান, ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশের সাথে ধস্তাধস্তির বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, এ জন্য মাসুমের বিরুদ্ধে মাদক বিক্রিতে সহায়তা করার অভিযোগ এনে মামলায় আসামি করা হয়েছে।

বরিশালের খবর

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  আগৈলঝাড়া যুবলীগের সভাপতি আজাদ সেরনিয়াবাত এবং সহিদ তালুকদার সম্পাদক  পার্ক থেকে নারীকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ  বরিশালসহ ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস  বাউফলে সোহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন  বরিশালে লঞ্চের কেবিন থেকে অর্ধ মণ গাঁজা উদ্ধার: নারীসহ গ্রেপ্তার ৪  গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম  কাশিমপুর কারাগারে নেয়া হলো সাংবাদিক শামসুজ্জামানকে  পিরোজপুরে গৃহস্থের সঙ্গে ধস্তাধস্তি: পিটুনিতে প্রাণ গেল চোরের  বরিশালে সড়কের পাশে জন্ম নেওয়া শিশুর ঠাঁই হলো বেবী হোমে  ‘শ্বশুরকে খাওয়াতে’ মুরগির ঠ্যাং, গিলা-কলিজাই ভরসা মোটরশ্রমিকের