বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, ০২ ডিসেম্বর ২০১৬
বরিশালঃ বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন এলাকা থেকে গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন মনসাগলি এলাকা থেকে আটক করা হয়।
আটক নারীর নাম ফুল নেহার। তিনি ওই এলাকার মুনসুর আলীর স্ত্রী। তারা ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
তবে অভিযানের সময় কৌশলে ফুল নেহার বেগমের স্বামী পালিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।