৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে গাঁজা সেবনের অপরাধে দুইজনের জেল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৬ অপরাহ্ণ, ২২ নভেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল::  গাঁজা সেবনের অপরাধে দুইজনকে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ১০টার দিকে বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় নজরুল মৃধা (৪০) ও লঞ্চঘাট সংলগ্ন এলাকায় রিয়াজ মল্লিককে (২৮) গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছে গাঁজা পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আটক ব্যক্তিদের মাদকদ্রব্য আইন-২০১৮ এর ৩৬ ধারার (২১) নং অনুযায়ী মাদক সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের পরিদর্শক ফরহাদ হোসেন প্রসিকিউশন অফিসার হিসেবে অভিযান পরিচালনায় সহায়তা করেন।

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন