৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে গৃহবধূর লাশ ঝুলছে আম গাছে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৪ অপরাহ্ণ, ০৯ জুলাই ২০১৭

বরিশালের মুলাদী উপজেলায় হাওয়ানুর বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা সদর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের একটি পুকুর পাড়ের আম গাছ থেকে রোববার (০৯ জুলাই) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

হাওয়ানুর বেগম ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদ খানের স্ত্রী।

মুলাদী থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. সাঈদ আহমেদ বরিশালটাইমসকে জানান, ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে ৬ সন্তানের জননী হাওয়ানুর বেগমের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।

তবে মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।”

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন