বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশায় খালে গোসল করতে নেমে হৃদয় (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (০৫ অক্টোবর) বিকেলে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের খালে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।
হৃদয় চাঁদপাশা ইউনিয়েনের বায়লাখালী গ্রামের মৃত রসুল খানের ছেলে ও বায়লাখালি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
এদিকে, খবর পেয়ে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল ওই ছাত্রের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে।
বরিশাল ফায়ার সার্ভিস নৌ স্টেশনের মাস্টার আব্দুল করিম জানান, খালের আধা কিলোমিটার এলাকায় ওই ছাত্রের কোনো সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেছেন তারা।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর