১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৪ অপরাহ্ণ, ১১ এপ্রিল ২০১৭

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি উভয়কে ৫ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক যশোরের ছাতিয়ানতলার জয়নাল আবেদীন দফাদারের ছেলে দেলোয়ার হাসান এবং সাবেক কর্মকর্তা শরণখোলার চালিতাবুনিয়ার হাতেম আলী পাহলানের ছেলে মো. শাহআলম পাহলান।

আদালত সূত্র জানায়- ২০১০ সালের ৭ জুন থেকে ২০১১ সালের ৭ জুলাই পর্যন্ত শাখার কর্মকর্তা হিসেবে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এক সদস্যের ২ লাখ টাকা আমানত আত্মসাৎ করেন তারা।

এ ঘটনায় ২০১২ সালের ৩ অক্টোবর কোতয়ালী মডেল থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী।

২০১৪ সালের ১০ অক্টোবর উভয়কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন দুদকের সহকারী পরিচালক বাহাদুর আলম।

বিচারক ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন।

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন