বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৩৪ অপরাহ্ণ, ০২ আগস্ট ২০১৭
বরিশালে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমানিত হওয়ায় গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকসহ দুই কর্মকর্তাকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (০২ আগস্ট) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক আসামিদের অনপুস্থিতে এই রায় দেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন- গ্রামীণ ব্যাংকের বরিশালের রায়পাশা-কড়াপুর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক দেলোয়ার হাসান এবং কর্মকর্তা মো. শাহ আলম।
দেলোয়ার যশোরের ছাতিয়ানতলা এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে ও শাহ্ আলম শরণখোলার চালিতাবুনিয়া গ্রামের হাতেম আলী পাহলানের ছেলে।
আদালত সুত্রে জানা গেছে, ২০১১ সালের ৩ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত দণ্ডিতরা ২২ জন আমানতকারীর ১৩ লাখ ২১ হাজার ৩৯ টাকা আত্মসাত করে।
এ ঘটানায় দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে ২০১২ সালের ৩ অক্টোবর একটি মামলা দায়ের করেন।
দুদকের সহকারী পরিচালক বাহাদুর আলম ২০১৪ সালের ২৭ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহন শেষে বুধবার এ রায় দেন।”