বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:১৬ অপরাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০১৭
বরিশাল শহরে অগ্নিকান্ডে একটি চটের গোডাউনের মালামাল পুড়ে গেছে। সেই সাথে পার্শ্ববর্তী একটি মুদী দোকানও পুরোপুরি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে নিতে গিয়ে আহত হয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুই কর্মী।
আহত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মী মো. রাশেদ খান ও আরিফুর রহমানকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে শহরের পূর্বপ্রাপ্ত কীর্তনাখোলা নদী লাগোয়া কলাপট্টি এলাকায়।
এদিকে এই অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডউন মালিক সলেমান হাওলাদার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- বিকেলে আকস্মিক গোডাউনের ভেতরে আগুন জলতে দেখা যায়। কিন্তু বুঝে ওঠার আগেই সেই আগুনের ব্যাপকতা চারদিকে দেখা দেয়। পাশাপাশি পাশের একটি মুদী দোকানের ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬ টি টিম নিয়ন্ত্রণ নিতে কাজ করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পড়ে একপর্যায়ে আগুনে নিয়ন্ত্রণে আসলেও গোডাউনটির অধিকাংশ মালামার পুড়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বরিশালটাইমসকে জানিয়েছেন- প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আগুনটি বৈদ্যতিক শর্টসার্কিট থেকে লেগেছে।
অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নির্ণয় করা হয়েছে ১০ লাখ টাকার বেশি। এছাড়া ১ কোটি টাকার বেশি মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
আগুন নিয়ন্ত্রণে নিতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী রাশেদ বিদ্যুৎস্পৃষ্ট ও আরিফ ধোয়ায় দম বন্ধ হয়ে আহত হয়েছেন।