৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে চাঁদাবাজ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৯ অপরাহ্ণ, ২৭ এপ্রিল ২০১৬

বরিশাল: অবশেষে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সেই দুই চাঁদাবাজ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন সাংবাদিক হাসিবুল ইসলাম।

সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপ-পুলিশ কমিশনার ট্রাফিককে আদেশ নিয়েছেন।

এই মামলায় অভিযুক্তরা হলো, মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম এবং কনস্টেবল রুহুল আমিন।

বাদীর আইনজীবী বিপ্লব কুমার রায় জানান, তার মক্কেল সাংবাদিক হাসিবুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় চকবাজার থেকে কর্মস্থলে যাওয়ার পথে ফলপট্টির মুখে মোটরসাইকেল গতিরোধ করে কনস্টেবল রুহুল আমিন রেজিস্টেশন পেপার দেখতে চায়। কিন্তু মোটরসাইকেলটির রেজিস্ট্রেশনের কাগজপত্র না থাকায় হাসিবুল ইসলামের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করে সার্জেন্ট রফিকুল ইসলাম।’

এসময় আমার মক্কেল নিজেকে সাংবাদিক পরিচয় দিলে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। পরবর্তীতে তাকে মামলায় জড়িয়ে জেল হাজতে প্রেরণের হুমকি দেয়া হয়।’

এমনকি তার মৃত বাবাকে নিয়েও অশালীন ভাষায় নানা ধরণের মন্তব্য করা হয়। এছাড়া সাংবাদিক পেশাকে নিয়ে বাজে উক্তি করে সার্জেন্ট রফিকুল ইসলাম। এতে আমার মক্কেলের মানহানী হওয়ায় আইনী সহযোগিতা চেয়ে মামলাটি করতে বাধ্য হয়েছেন।’

হাসিবুল ইসলাম বরিশাল থেকে প্রকাশিত প্রথম সকাল এবং জাতীয় অনলাইন দৈনিক বাংলামেইলের প্রতিনিধি।

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন