বরিশাল: ঈদের রাতে বরিশাল নগরীর মেজর এম.এ জলিল সড়কের করিম কুটির লেনে এক চিকিৎসকের বাসায় নাইট কুইন ফুল ফুটেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের চিকিৎসক মঈনুল ইসলাম হাসিবের টবে লাগানো নাইট কুইন গাছে ফুটেছে ফুল।
ডা. মঈনুল ইসলাম হাসিব বলেন, ২০০৬ সালে তিনি তার খালাত ভাইয়ের বাসা থেকে একটি নাইট কুইন ফুলের পাতা এনে বাসার সামনে একটি টবে লাগান। এরপর তিনি ও তার স্ত্রী ডা. আবিদার যত্নে তা বড় হতে শুরু করে। দীর্ঘ দশ বছর অপেক্ষার পর গত মঙ্গলবার ঈদের রাতে নাইট কুইন ফুল ফুটে। সূর্যোদয়ের আগেই আগেই তা বুজে যায়।
হাসিব বলেন, নাইট কুইন ফুলের কারণে তাদের ঈদ আনন্দ এবার কয়েকগুণ বেড়ে যায়।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর