বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:০৪ অপরাহ্ণ, ১২ আগস্ট ২০১৬
বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে বিসিসি ভবনের দ্বিতীয় তলায় এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় নগরীর কিন্ডার গার্ডেনসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, উপ-কমিটির আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, প্যানেল মেয়র মোসাররফ হোসেন বাদসা, হাবিবুর রহমান টিপু, কাউন্সিলর কহিনুর বেগম, বিসিসি নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান, পরিচ্ছন্ন কর্মকর্তা দিপক লাল মৃধা, বরিশাল চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক চন্দ্র শেখর রায় ও মল্লিকা কিন্ডার গার্ডেনের প্রশিক্ষক সিরাজুম মুনির টিটু প্রমুখ।
প্রতিযোগিতা শেষে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বিভিন্ন ধরনের শিক্ষা মুলক বই বিতরণ করা হয়।
আগামী ১৫ আগস্ট বিসিসি ভবনে জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ, দোয়া, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হবে।