বরিশালে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে সেখানে সিনিয়র নেতারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীতে একের পর এক কেক কাটছিলো বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে জেলা ছাত্রদল নেতা সোহেল রাঢ়ী ও তার অনুসারীদের নিয়ে কেক কাটার জন্য প্রস্তুতি নেয়।
এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুল আলম মিঠুর অনুসারীরা সোহেলকে নিয়ে কটুক্তি করে। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০টায় শহরের সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ে কেক কাটে জেলা ছাত্রদল।
এ সময় অন্যান্যরা উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন এবং উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ এবং জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন প্রমুখ।
বেলা ১১টায় বিএনপি দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে মহানগর ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন প্রমুখ।
অপরদিকে বাকেরগঞ্জ পৌর শহরে বিএনপির নেতা আবুল হোসেন খানের নিজ বাস ভবন চত্বরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযান করে উপজেলা ও পৌর ছাত্রদল। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন খান।
এছাড়া বরিশালের বিভিন্ন উপজেলায় কেক কেটে এবং আলোচনা সভার মধ্য দিয়ে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।’
শিরোনামবরিশালের খবর