বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা-ভাঙচুর করার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় সেখান থেকে ছাত্রদলের ৬ নেতাকর্মীকে আটক করা হয়। রোববার বিকালে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ ঘটনা ঘটে।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন জানান, বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে তারা বিকেলে সদর রোড অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুলিশের বাধা উপেক্ষা করে অশ্বিনী কুমার হলের প্রধান ফটক অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ বেধরক লাঠিচার্জ করে ছাত্রভঙ্গ করে দেয়।
পুলিশের লাঠিচার্জে হৃদয় রাজ, হাসিবুর রহমান, রাহাত ফকির, সজিব ব্যাপারী, রফিক, কাজী কাওছারসহ অন্তত ১৫ জন ছাত্রদল কর্মী আহত হয়। এসময় ইমরান, আলআমিন মৃধা ও রাজিবসহ ছাত্রদলের ৬ নেতাকর্মীকে আটক করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের সহ-সভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুল আহসান মনির, দফতর সম্পাদক শাহেদ আকন সম্রাট, যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, যুগ্ম শহিদুল ইসলাম আনিছ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম পলাশ ও সামসুল আলম। সমাবেশ শেষে যুবদল নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই সত্যরঞ্জন খাশকেল ছাত্রদলের মিছিলে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে বলেন, অনুমতি ছাড়া ছাত্রদল মিছিল করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়েছে। এসময় সড়কে যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে ৬ জনকে আটক করা হয়।
শিরোনামবরিশালের খবর