বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ০৭ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ”দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন” এই শ্লোগান নিয়ে বরিশালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ সেপ্টেম্বর) দিনব্যাপী নগরীর অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী ছাত্রশিবির বরিশাল অঞ্চলের আয়োজনে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও বরিশাল মহানগর ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের বরিশাল মহানগরের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর প্রমূখ। এছাড়াও জেলা-মহানগরের নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা বাবর বলেন, বৈষম্যবিরোধী দূর করতে হলে ইমানের সাথে নিজেকে চলতে হবে। নিজেরকে প্রস্তুত করতে হবে আল্লাহ নামে। বৈষম্যবিরোধী ফিরিয়ে এনে বিজয় করতে আমাদের আরো অনেক কাজ করতে হবে। সমাবেশে বক্তারা সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন।