১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
দেশ থেকে যে টাকা পাচার হয়েছে, তা দিয়ে ৬৫টা পদ্মা সেতু করা যেতো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ব্যবসায়ীকে ৩ মাসের জেল যশোরের শার্শায় প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা আওয়ামী লীগ-বিএনপি দুটাই অত্যাচারী: ফয়জুল করিম ভান্ডারিয়া পৌর কৃষক দলের কমিটি গঠন: সভাপতি শামীম শিকদার, সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী ভান্ডারিয়ায় পীরের কেরামতে হাজারো মানুষের ভিড় ঝাড় ফুঁক নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু! ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খেয়ে প্রেমিকের মৃত্যু

বরিশালে ছাত্রশিবিরের সাথী সমাবেশ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ০৭ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ”দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন” এই শ্লোগান নিয়ে বরিশালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) দিনব্যাপী নগরীর অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী ছাত্রশিবির বরিশাল অঞ্চলের আয়োজনে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও বরিশাল মহানগর ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের বরিশাল মহানগরের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর প্রমূখ। এছাড়াও জেলা-মহানগরের নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা বাবর বলেন, বৈষম্যবিরোধী দূর করতে হলে ইমানের সাথে নিজেকে চলতে হবে। নিজেরকে প্রস্তুত করতে হবে আল্লাহ নামে। বৈষম্যবিরোধী ফিরিয়ে এনে বিজয় করতে আমাদের আরো অনেক কাজ করতে হবে। সমাবেশে বক্তারা সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

 

164 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন