বরিশাল: বৈরি আবহাওয়া ও আভ্যন্তরীণ নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় বরিশালের আভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বরিশালের আভ্যন্তরীণ নৌ-রুটে ২ নম্বর ও সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
এদিকে সতর্কতা সংকেত থাকায় ৬৫ ফুটের নীচে কোন লঞ্চ চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন বরিশাল নৌ-বন্দরের কর্মকর্তা এবং নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।
তবে ৬৫ ফুটের চেয়ে বড় লঞ্চগুলো চলাচলে কোন বাধা নেই, তারপরও তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলাচল করতে বলা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর