৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪২ অপরাহ্ণ, ১৩ মে ২০১৬

বরিশাল: ঝড়-বৃষ্টির কারণে বরিশালে নদীগুলোতে ছোট লঞ্চগুলো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বরিশাল আবহাওয়া অধিদপ্তরের দেখানো ২ নম্বর সতর্ক সংকেতের প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বরিশাল নৌ-বন্দর কর্তৃপক্ষ।

বরিশাল নৌ বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার জানান, ৬৫ ফুটের চেয়ে ছোট লঞ্চগুলো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লঞ্চগুলোতে যাত্রী পরিবহন বন্ধ থাকবে।’

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক বেলাল হোসেন জানিয়েছেন, মৌসুমী প্রভাবের কারণে শুক্রবার বিকেল সোয়া ৫টা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে এখনও চলছে। সন্ধ্যা ৬টার পর্যবেক্ষণে  বরিশালে ৫মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বাতাসের গতিবেগ রয়েছে প্রতি ঘন্টায় ৩৫ কিলোমিটার। যে কারণে অভ্যন্তরীণ নৌ-রুটে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

39 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন