জলবায়ু তহবিলে ও প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শুদ্ধাচারেরর দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। রোববার বেলা সাড়ে ১০ টায় অশ্বিনী কুমার হলের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, শিল্পোন্নত দেশ থেকে নিঃসৃত কারবণের প্রভাবে আমাদের দেশের জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটেছে। ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্যারিস সম্মেলনে শিল্পোন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোর অবস্থা উন্নতির ক্ষেত্রে ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্র“তি দিয়েছিল। এই দুই বছরে তার মাত্র শুণ্য দশমিক ৫ ভাগ অর্থ প্রদান করেছে।
অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এই তহবিলে অর্থ প্রদানে গড়িমসি করছেন। এসব অনিয়ম দূর করে প্রতিশ্র“ত অর্থ প্রদান ও প্রাপ্ত অর্থ কাজে লাগানোর ক্ষেত্রে শুদ্ধাচারের কামনা করেন।
সচেতন নাগরিক কমিটি সনাওকের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভপতিত্বে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর শাহ সাজেদা, হেনরী স্বপন স্বজন যুগ্ম আহবায়ক রফিকুল আলম, ক্যাবে’র সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) অঞ্চলিক সমন্বয়ক লিংকন বায়েন প্রমুখ।”
বরিশালের খবর