বরিশালে জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাটকা রক্ষা কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেয়া হয়।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা ড. তপন কুমার পাল, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্যজীবী ও মৎস্য আড়তদার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ০১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত দেশের সব নদ-নদীতে জাটকা আহরণ, মজুদ, পরিবহন, বিক্রয় ও প্রদর্শন আইনত নিষিদ্ধ। এই কার্যক্রম জোড়ালো করতেই সভা করে জেলা টাস্কফোর্স কমিটি।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর