বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ২৯ নভেম্বর ২০২৩
বরিশালে জাতীয় পতাকার রঙে সিঁড়ি রাঙিয়ে সমালোচনার মুখে ইউপি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়ন পরিষদের সিঁড়ি লাল-সবুজের জাতীয় পতাকার রঙে রাঙিয়েছেন রং দিয়ে এঁকেছেন ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার। হানিফ তালুকদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৫নং দূর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সোমবার (২৭ নভেম্বর) ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, লাল সবুজের রংয়ের আদলে জাতীয় পতাকা ইউনিয়নের সিঁড়িতে এঁকেছেন এবং পরিষদের ছাদে হাঁটাহাঁটি করছেন ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার। ভিডিওতে আরও দেখা যায়, দূর্গাপাশা ইউনিয়নের পরিষদের ভিডিওর সঙ্গে চেয়ারম্যান হানিফ তালুকদারের ছবি এডিট করে ভিডিও প্রকাশ করা হয়। ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনা ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে ইউনিয়ন ও সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে। আর মাত্র তিন দিন পর বিজয় দিবসের মাস শুরু হচ্ছে। দিবসটি উপলক্ষে পরিষদ সাজাতে আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের সিঁড়িতে জাতীয় পতাকা এঁকেছেন লাল সবুজের রং দিয়ে।
সূত্রে জানা যায়, ইউনিয়নের চেয়ারম্যান হানিফ তালুকদার নিজে উপস্থিত থেকে কাজটি করিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসীর অভিযোগ, একজন চেয়ারম্যান হয়ে কিভাবে এই কাজটি করলেন। ইউনিয়ন পরিষদের ভিতরে প্রবেশ করতে হলে ওই সিঁড়ি দিয়ে উঠতে হয়, ওই সিঁড়িতে এঁকেছেন লাল-সবুজের পতাকা। যেখানে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশের জাতীয় পতাকা। সেই পতাকার এভাবে অবমূল্যায়ন। তার কাছে জাতীয় পতাকা অবমাননা করতে একটু দ্বিধাবোধে বাঁধল না।
ইউনিয়ন পরিষদের সিঁড়িতে লাল সবুজের রং দিয়ে পতাকা আঁকার ঘটনার বিষয়ে জানতে চেয়ারম্যান হানিফ তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিষদের সচিব শেখর চন্দ্রর নিকট সিঁড়িতে লাল-সবুজের আদলে জাতীয় পতাকা আঁকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছু জানি না, চেয়ারম্যান সাহেব জানেন। তার সাথে আলাপ করেন।’