৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে জামায়াতের আমীর আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৫ অপরাহ্ণ, ০৯ মে ২০১৬

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কাওসার আহমেদকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

কেন্দ্রীয় জামায়াত নেতা রাজাকার মতিউর রহমান নিজামীর ফাঁসি রায়কে কেন্দ্র সম্প্রতি বেশ কয়েকটি গোপন বৈঠক করার অভিযোগ রয়েছে কাওসার আহমেদের বিরুদ্ধে।

উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই)  মো. হেমায়েত জানান, কাওসার আহমেদ উপজেলার বিভিন্ন স্থানে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করে আসছেন।

গোয়েন্দা তথ্য অনুযায়ী বিষয়গুলো নিশ্চিত হয়ে নাশকতা কর্মকান্ড রোধে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই এসআই।’

47 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন