বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৫৭ অপরাহ্ণ, ০৭ মে ২০১৬
বরিশাল: মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা রোববারের হরতালের সমর্থনে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। শনিবার সকালে মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানাধীন নগরীর সিঅ্যান্ডবি রোডে এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিষয়টি সন্ধ্যা ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বরিশাল মহানগর প্রচার বিভাগ থেকে মো. নাসির উদ্দিন নামে এক ব্যক্তি।’
তার প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার তাদের নেতা নিজামীর বিরুদ্ধে প্রহসনের রায় দিয়েছে। যে কারণে ওই রায় বালিত করে তাদের নেতার মুক্তির দাবিতে রোববার হরতাল আহবান করা হয়েছে।
হরতালের সমর্থনে বের করা বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দিয়েছেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আবু নাহিয়ান এবং শিবির মহানগর সভাপতি ছাত্রনেতা মো. ইমাম হোসেন।’