বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ০৬ মে ২০১৬
বরিশাল: বরিশাল নগরী থেকে ২১ হাজার টাকার জাল নোটসহ দুই প্রতারককে আটক করেছে র্যাব। শুক্রবার রাত ৮টার দিকে তাদের নগরীর ভাটিখানা সেকশন রোড এলাকা থেকে আটক করা হয়।
আটকরা হলেন- নগরীর কাশিপুর এলাকার মৃত আবু বক্কর খলিফার ছেলে মো. রাসেল খলিফা (২৬) এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মো. রফিকুল ইসলামের ছেলে মো. আনিচুর রহমান ওরফে আনিচ (২৫)।
বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) পরিচালক লে. কর্নেল ফরিদুল আলম জানান, একটি টিম টহলকালে সংবাদ আসে ওই এলাকায় জাল টাকার লেনদেন হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে মো. রাসেল খলিফার পরিহিত প্যান্টের পকেট হতে ১০ হাজার এবং মো. আনিচুর রহমানের পরিহিত জিন্স প্যান্টের পকেট হতে ১১হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় মেট্রোপলিটন কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’