বরিশালের গৌরনদী উপজেলায় জাল টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার চাঁদশী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শাহাবুল হাওলাদার (৪৫) এবং তাসলিমা বেগম (৪০)।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদশী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২১টি ৫০০ টাকা এবং ১টি ১০০০ টাকার জাল নোট জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মনিরুল।
বরিশালের খবর