১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে স্থানান্তরের দাবিতে সমাবেশ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:১৬ অপরাহ্ণ, ২৪ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংককে (এআইআইবি) বিনিয়োগ জীবাশ্ম জ্বালানিতে বন্ধ করে নবায়নযোগ্য শক্তিতে স্থানান্তরের দাবিতে বরিশালে সমাবেশ হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে প্রান্তজন, ক্লিন এবং বিডব্লিউজিইডি আয়োজনে এ কর্মসূচি হয়। এসময় তারা এআইআইবিকে জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য শক্তিতে জোর দেওয়ার আহ্বান জানায়।
বরিশাল প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য জনাব শুভংকর চক্রবর্তী, প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা বরিশাল প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য জনাব শুভংকর চক্রবর্তী বলেন ২০২৪ সালের এআইআইবি বার্ষিক সভা, যা ২৫-২৬ সেপ্টেম্বর সমরখন্দ, উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে, এর মূল বিষয়বস্তু “সকলের জন্য টেকসই অবকাঠামো নির্মাণ”।
তবে এটি এআইআইবি-র চলমান জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ এ বিষয়বস্তুর সাথে সাংঘর্ষিক এবং এটি জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরিতে বাধা দেয়।
প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা সমাবেশে বলেন “এআইআইবির জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, উন্নতির দিকে নয়।
যদি তারা সত্যিই টেকসই অবকাঠামো নির্মাণ করতে চায়, তাহলে তাদের নবায়নযোগ্য শক্তির দিকে নজর দিতে হবে। জীবাশ্ম জ্বালানি আমাদের পৃথিবী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মৃতপ্রান্ত।
নবায়নযোগ্য শক্তি আমাদের জন্য আশা এবং উন্নয়ন নিয়ে আসে, এবং সেখানেই এআইআইবিকে বিনিয়োগ করতে হবে।”
বরিশাল ক্যাব এর সাধারন সম্পাদক রনজিৎ দত্ত বলেন, এই বছরের এআইআইবি সভার মূল বিষয়বস্তু, টেকসই অবকাঠামো নির্মাণ, শুধুমাত্র পরিষ্কার শক্তির প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমেই অর্জিত হতে পারে। “জীবাশ্ম জ্বালানি স্থিতিস্থাপকতা তৈরি করে না, এআইআইবিকে এখন একটি সাহসী এবং দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে।”
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড বহন করে এবং স্লোগান দেয়, এআইআইবির কাছে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের আহ্বান জানায়, যা প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ।
তারা জীবাশ্ম জ্বালানি প্রকল্পের জন্য অর্থায়ন বন্ধ করার দাবি জানান এবং পরিষ্কার শক্তির দিকে এগিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।
বরিশালের এই বিক্ষোভটি একটি বৃহত্তর জাতীয় প্রচারণার অংশ, যা এআইআইবিকে নবায়নযোগ্য শক্তিতে নেতৃত্ব দিতে এবং জীবাশ্ম জ্বালানি অর্থায়ন বন্ধ করার আহ্বান জানায়।
অংশগ্রহণকারীদের মধ্যে স্থানীয় পরিবেশবাদী সংগঠন, শিক্ষার্থী, নারী এবং সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছিলেন, যারা সকলেই জরুরি জলবায়ু পদক্ষেপের জন্য ঐক্যবদ্ধ।
120 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন