বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি লাভ করায় বরিশালে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বেলা ১০টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যান থেকে এই আননন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রার শুরুতে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, পুলিশ কমিশনার মো. রুহুল আমিন, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
পরে বঙ্গবন্ধু উদ্যানে বেলুন উড়িয়ে শোভাযাত্রার সূচনা করা হয়। এই আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের বঙ্গবন্ধু উদ্যানে মিলিত হয়। আননন্দ শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, কর্মচারী, স্কুল, কলেজে, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে আনন্দ।
শিরোনামবরিশালের খবর