বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ঝড়োবৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। একই সাথে এ অঞ্চলের নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্র বন্দরগুলোতে ৩ (তিন) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া বিশেষজ্ঞ একেএম রুহুল কুদ্দুস জানিয়েছেন- উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। তাই উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরগুলোকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধি পাওয়ায় বরিশালে বাতাসের বেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই নদী বন্দরগুলোকে ০২ (দুই) নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।”
শিরোনামবরিশালের খবর