বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৩:০৩ অপরাহ্ণ, ১৬ মে ২০১৬
বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় টমটমের ধাক্কায় গৌরঙ্গ চন্দ্র দাস (৬০) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বেলা ২টার দিকে উপজেলা ইচলাদী এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত গৌরঙ্গ দাসের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামে।’
বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আবিদ নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, সকালে বাড়ি থেকে পান নিয়ে ইচলাদী বাজারে বিক্রির যান গৌরঙ্গ দাস।
ভ্যানযোগে বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা টমটম ধাক্কা দিলে গৌরঙ্গ দাস এবং সুশীল নামে আরেক যাত্রী আহত হন।
এসময় গৌরঙ্গ দাসকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখান তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
তবে এখানে আসার পরই তার মৃত্যু হয়।’